বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা পজেটিভ হয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।’
তিনি বলেন, করোনার বুস্টার ডোজ নেয়ার প্রায় এক সপ্তাহ পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিন ধরেই মির্জা ফখরুল ও তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। রবিবার তাদের করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
তিনি বলেন, এই দম্পতি তাদের উত্তরার বাসায় আইসোলেশনে থেকে স্কয়ার হাসপাতালের ওষুধ বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তাদের সার্বিক অবস্থা ভালো আছে বলেও জানান জাহিদ হোসেন।
সর্বশেষ ৮ জানুয়ারি মির্জা ফখরুল জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এক সমাবেশে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: করোনার মন্দার পর বৈদেশিক কর্মসংস্থানে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ