বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে বিনা চিকিৎসায় কারাগারে বন্দি রেখেছে।
এ ছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়া এই প্রবীণ নেতাকে হীন উদ্দেশ্যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কারাগারে প্রচণ্ড বুকে ব্যথা হলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়, পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভী বলেন, ইতোমধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়ে বার বার কারা কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও এই নেতাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় কারাগারে বন্দি রেখে বিএনপি নেতা-কর্মীদের জীবন বিপন্ন করাটাই অবৈধ আওয়ামী সরকারের নীতি।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদের বুকে প্রচণ্ড ব্যথা উঠলে প্রথমে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে গ্রহণ করেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর। ইতোমধ্যে তার পাঁচটি ব্লক ধরা পড়াতে পাঁচটি রিং পরানো আছে। খুব দ্রুতই তার বাইপাস সার্জারি হওয়ার কথা। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ হলেও তার প্রতি সরকারের নির্দয় ব্যবহার এক ভয়ংকর হিংস্রতারই বহিঃপ্রকাশ।
রিজভী অবিলম্বে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের উন্নত চিকিৎসাসহ মুক্তির আহ্বান জানান।
সালাহউদ্দিনের বিনা চিকিৎসার অভিযোগ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারগারের জেল সুপার সুভাষ ঘোষ জানান, বৃহস্পতিবার বিকালে সালাউদ্দিন আহমেদ অসুস্থতা অনুভব করছেন বলে কারা কর্তৃপক্ষকে জানান।
কারা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বিকালেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলে। পরে চিকিৎসকরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কারণ তার শরীরে আগ থেকেই ৫টি রিং পরানো আছে। সেই পরামর্শ মোতাবেক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার সার্বিক চিকিৎসার ব্যাপারে সর্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি