বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের অত্যন্ত ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থার প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি। আমি এটা ভেবে শঙ্কিত যে, বলা হচ্ছে দেশ সিঙ্গাপুরের মতো আধুনিক হয়ে যাচ্ছে। দেশে মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। এই সরকার উন্নয়নের নামে চুরি করে টাকা কামাচ্ছে।’
রবিবার ঠাকুরগাঁওয়ে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, কনটেইনার ডিপোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ‘আগুন বা অন্য কোনো দুর্ঘটনা রোধ করার জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা নেই।’
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯
মির্জা ফখরুল বলেন, সরকার আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ‘আওয়ামী লীগ সরকার একটি আধুনিক কনটেইনার ডিপো নির্মাণে ব্যর্থ যা দেশের উন্নয়নের জন্য প্রকৃত অর্থে প্রয়োজনীয়।’
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৯ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
এদিকে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এই ‘অবৈধ’ সরকারের সীমাহীন ব্যর্থতায় অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনার মতো দুর্যোগ দিন দিন বাড়ছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডের বিস্ফোরণ নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: হাছান মাহমুদ
বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তাই যতই দুর্ঘটনা ঘটুক, যতই প্রাণহানি ঘটুক না কেন, তারা চোখ বুজে থাকে। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই।’
তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি মর্মান্তিক ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনই কোনো না কোনোভাবে জড়িত। ‘সরকার যদি সঠিকভাবে ঘটনার তদন্ত করে শুরু থেকেই অপরাধীদের বিচারের আওতায় আনতো তাহলে এমন ঘটনা বারবার ঘটতো না।’