জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদ খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যায় তাকে ও তার সহধর্মিনী নূরজাহান বেগম নাসরিন এবং একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি সুস্থতা কামনায় উনার পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতা-কর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত
এমিপি নিজাম হাজারী ফেনী জেলা কোথাও উনাদের জন্য কোনো প্রকার মিলাদ দোয়া-মাহফিল আয়োজন না করার জন্য দলের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের ফেনীবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন।
২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে খুলনা-২ আসনের এমপি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৬ হাজার ২০৬টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.২৬ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছির ৬.৬২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রামে পরিবারের ১০ সদস্যসহ এমপি করোনায় আক্রান্ত
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৩৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৩১০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৭৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।