এ ঘটনায় ইনাতগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নোমান পালিয়ে গেছেন। তবে তার ভাইসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এবং জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুরের আলীগঞ্জ বাজারে নোমানের গুদামে অভিযান চালান এবং তেল ও চিনি জব্দ করেন।
ইয়াসির আরাফাত বলেন, ‘জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী নোমানের ভাই আমান হোসেন জানিয়েছেন, নবীগঞ্জ উপজেলার টিসিবি ডিলার আবদুল হাদীর কাছ থেকে পণ্যগুলো ক্রয় করা হয়েছে।’
তবে ডিলার হাদী অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ২০ বছর ধরে তিনি টিসিবির পণ্য বিক্রি করছেন। তিনি কোনো সময়ই এ ধরনের কাজ করেননি।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত বলেন, ‘ইনাতগঞ্জে টিসিবির কোনো ডিলার নেই। পাশের কামারগাঁও ও বান্দেরবাজারে টিসিবির ডিলার রয়েছে। শেষের ব্যক্তি বেশ কিছুদিন ধরে টিসিবির মাল বিক্রয় করছেন না বলে শুনেছি। তিনি অবৈধভাবে নোমানের কাছে মাল বিক্রি করছেন কিনা খোঁজ নেয়া হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।’