রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গাড়িতে ওঠার সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন।
তাকে প্রথম কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে সিসিইউতে রাখা হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. এজেডএম জাহিদ বলেন, রিজভী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখন গুরুতর। তার সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছেন।
তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগমের সাথে কথা বলেন।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। আমরা আশাবাদী...তিনি শিগগিরই সেরে উঠবেন।’