২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি শনিবার শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে এই গ্রেনেড হামলা চালানো হয়।
হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান। অল্পের জন্য ওই হামলা থেকে বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে ফিরলেও, তার শ্রবণশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।
আওয়ামী লীগের শতশত নেতা-কর্মী হামলার স্থানে জড়ো হয় এবং পুষ্পস্তবক অর্পণের আগে কয়েক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।
দিনটি উপলক্ষে সকালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
আরও পড়ুন: সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের হামলা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী