বিএনপি, জামায়াত ও সমমনা কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এই সময়ে দুর্বৃত্তরা সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকার গুলিস্তানে বাসে আগুন
এর মধ্যে ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে চারটি, রাজশাহী বিভাগে সাতটি, চট্টগ্রামে চারটি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
তিনি আরও বলেন, উল্লেখিত সময়ের মধ্যে সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের ১৪৪ জন সদস্য কাজ করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা