সম্প্রতি শাহবাগের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও কবি নাসির আহমেদ।
সাহিত্য বিষয়ক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ এর সভাপতি জাহান বশীরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নীপা মোনালিসা। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন পরিবেশ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ভিরিড এসোসিয়েট ও বেস্ট ড্রেজারস লিমিটেড।
অনুষ্ঠানে দেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা বিশ্ববাংলা প্রকাশনী প্রকাশিত কাব্য-অ্যালবামটি থেকে আবৃত্তি পরিবেশনও করেন।
শোকাবহ আগস্ট ও বঙ্গবন্ধুর প্রাত্যহিক জীবন, দর্শন, চরিত্রের দৃঢ়তা ও শাহাদাতের বিভিন্ন দিক চিত্রায়িত হয়েছে এই কাব্য অ্যালবামে। এছাড়া এ বছর বইমেলায় কবি ইমরোজ সোহেলের কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- তোমার শহরে পুরলে আমি হয়ে যাই ছাই (কাব্যগ্রন্থ), বৃষ্টির জন্মসূত্র (কাব্যগ্রন্থ), জল কলঙ্ক (উপন্যাস) প্রভৃতি। এ পর্যন্ত কবির প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২০টি।