৭০ ও ৮০-এর দশকে হলিউড জুড়ে যখন জেম্স বন্ডের মত স্পাই মুভিগুলো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, ঢালিউডের দর্শকদের তখন সেই ড্যাশিং অ্যাকশন হিরোর আমেজ দিয়েছিলেন যিনি তিনি হলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মধ্য দিয়ে তিনি পদার্পণ করেন চলচ্চিত্র জগতে। তাঁর অভিনয়ের শুরুটা হয় জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেন-এর কালজয়ী চরিত্র ‘মাসুদ রানা’ সিরিজের একটি গল্প নিয়ে নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। আজকের ফিচারে থাকছে সোহেল রানা অভিনীত সেরা কয়েকটি চলচ্চিত্রের কথা।
সোহেল রানা অভিনীত সেরা কয়েকটি চলচ্চিত্র
মাসুদ রানা | ১৯৭৪
১৯৬৬ সাল থেকে ক্রমাগত সেবা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হওয়া জনপ্রিয় মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ বইটির গল্পে বানানো হয়েছিল এই চলচ্চিত্রটি। পরিচালনায় এবং মূখ্য চরিত্রে ছিলেন সোহেল রানা নিজেই। প্রযোজনায় ছিল তাঁর নিজেরই চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান পারভেজ ফিল্ম্স। ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন অলিভিয়া, কবরী, গোলাম মুস্তাফা, খলিল, ফতেহ লোহানী। অতিথি শিল্পী হিসেবে একটি বিশেষ চরিত্রে ছিলেন ৯০ দশকের নায়ক রাজ রাজ্জাক। ছবির সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা করেছিলেন আজাদ রহমান। সাদা-কালো সিনেমাটির চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছিলেন আব্দুল লতিফ বাচ্চু এবং সম্পাদনায় ছিলেন বশির হোসেন।
আরও পড়ুন: হিমাচল, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভ্রমণ: দর্শনীয় স্থান ও খরচ
এপার ওপার | ১৯৭৫
আরব্য প্রেম কাহিনী ‘আলী আসমা’ নিয়ে সোহেল রানা নির্মাণ করেছিলেন রোমান্টিক মুভি ‘এপার ওপার’। এখানে প্রধান চরিত্র আলী ভূমিকায় তিনি নিজে অভিনয় করেছিলেন। তাঁর সহশিল্পী হিসেবে শ্রেষ্ঠাংশে ছিলেন সোমা মুখার্জি, জসিম, সুমিতা দেবী ও খলিল। ছবিটির সংলাপ রচনায় কাজ করেছিলেন আলী ইমাম ও আহমেদ জামান চৌধুরী। সঙ্গীত পরিচালনায় ছিলেন আজাদ রহমান। চিত্রগ্রহণ ও সম্পাদনায় বরাবরের মতই ছিলেন যথাক্রমে আব্দুল লতিফ বাচ্চু এবং বশীর হোসেন।
একই চিত্রনাট্য নিয়ে ১৯৮৪ সালে আবুল খায়ের বুলবুল পরিচালনা করেছিলেন ‘আলী আসমা’ সিনেমা। এখানেও আলী চরিত্রে ছিলেন সোহেল রানা।
দস্যু বনহুর | ১৯৭৬
মাসুদ রানার মত দস্যু বনহুরও আরেকটি সাহিত্যিক কথাচরিত্র। এর স্রষ্টা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজ। দস্যু বনহুর সিরিজেরই একটি গল্প নিয়ে নির্মিত হয় এই সাদা-কালো চলচ্চিত্রটি। মাসুদ রানার স্টাইলেই স্পাই ও সাসপেন্সের মেলবন্ধনে তৈরি হয়েছিলো এই অ্যাকশন মুভিটি। সারথীর নির্দেশনায় ছবিটির কাহিনী ও সংলাপ প্রস্তুত করেছিলেন শহীদুল আমিন। দস্যু বনহুর চরিত্রে থাকা চিত্রনায়ক সোহেল রানার বিপরীতে ছিলেন অঞ্জনা। এছাড়া অভিনয়ে আরো ছিলেন সুমিতা দেবী ও নায়ক জসিম।
চিত্রগ্রহণে আব্দুল লতিফ বাচ্চু এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন আজাদ রহমান।
আরও পড়ুন: ঢাকার কাছেই প্রকৃতির মাঝে ক্যাম্পিং সাইট