বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার ২০২১ পেয়েছেন।
রবিবার এ উপলক্ষে বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।
আতিউর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির স্বাতন্ত্র্য ও আভিজাত্যের ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। বাঙালির নান্দনিক চর্চাকেও তিনি এগিয়ে নিয়ে গেছেন।
আরও পড়ুন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি
ড. আতিউর বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু একজন লেখকই নন, একজন মহান অর্থনীতিবিদও। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের কথা অনবরত বলেছেন।
তিনি সমাজের বঞ্চিত মানুষকে এগিয়ে নিয়ে গেছেন, আত্মনির্ভরশীলতার পথ খুঁজেছেন। তাই তার আর্থ-সামাজিক চিন্তাধারাকে আরও তুলে ধরতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতীয়তাবাদ ও বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।’