দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাদের আটক করে বিজিবি-৪২ ব্যাটালিয়নের সদস্যরা।
আরও পড়ুন: ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বাংলাদেশি পর্যটক আটক, ভারতীয় ভিসা বাতিল
আটকরা হলেন- দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৩৫); একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫) সাদিপ চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও সন্তান রবিজিৎ (৪); মঙ্গল সরেনের ছেলে মিলন সরেন (২৮); মিলন চন্দ্রের (৩৭) স্ত্রী পারভীন ও তার শিশু কন্যা মিনাশ্রী মন্দিরা (১); ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায়ের ছেলে রুবেল চন্দ্র রায় (২০); কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায়ের ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪); একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পার্থ চন্দ্র রায় (২৮); তরকন্দা গ্রামের শশি রায়ের ছেলে খোকন রায় (২৬); নীলফামারী জেলার সৈয়দপুরের লক্ষণপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৭); রতন চন্দ্র রায়ের ছেলে কাজল রায় (২৫); শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১)।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, আটকরা নীলফামারী ও দিনাজপুর জেলার বাসিন্দা। বিজিবির কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন ভান্ডারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোপরা গ্রামে সীমান্তের মেইন পিলার নম্বর ৩৩১ এর সাব পিলার ৩ এস এর পাশ দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। এসময় ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ ১৬ জনকে আটক করা হয়।
আইনি ব্যবস্থার জন্য আটকদের বিরল থানায় তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক