রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা বাজারে সোমবার (২৭ নভেম্বর) একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), স্বরলাল দাস (৪৫) ও মোজাফফর (২৬)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ভবনে কর্মরত শ্রমিকরা ব্যবহারের জন্য পানি রাখতে কেমিক্যালের একটি খালি ড্রাম কিনেছিলেন।
সকাল ৯টার দিকে তারা যখন ড্রামের ঢাকনা কাটছিলেন, তখন বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক আহত হন বলে তাদের সহকর্মী শফিকুল ইসলাম জানান।
পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে রবিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে এবং রফিকুলের শরীরের ৪৩ শতাংশ পুড়েছে। বাকি দুইজন সামান্য আঘাত পেয়েছে, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ