ঢাকা মেট্রোরেল বুধবার থেকে প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টা যাত্রীদের জন্য চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গত ৩০ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশি সেবা প্রদানের লক্ষ্যে সময় পরিবর্তন করা হয়েছে।
এর আগে ঢাকা মেট্রোরেলের কার্যক্রম ছিল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: মেট্রোরেল: শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু
বর্তমানে ঢাকা মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সবগুলো স্টেশনেই ট্রেন থামছে।
তিনি আরও বলেন যে চলতি বছরের জুলাই মাস থেকে পুরোদমে চলাচল শুরু করবে ঢাকা মেট্রোরেল এবং এরপর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।
ডিএমটিসিএল অনুসারে, ২০২৪ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ঢাকা মেট্রোরেল চলাচল শুরু হতে পারে।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন, যা যোগাযোগের ইতিহাসে মাইলফলক স্থাপন করে।
আরও পড়ুন: ৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল