বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘাটবিলা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলি, চাঁদপুরে নিহত ১
নিহত দুইজনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৬ আগস্ট) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা গ্রামের শেখ মোশারেফ হোসেন (৭৩) ও মাফিজুর রহমান (৫৫)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে উভয় পক্ষ সংর্ঘষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়।’
তিনি বলেন, ‘আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারেফ হোসেন মারা গেছেন।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা