মোল্লাহাট
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘাটবিলা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলি, চাঁদপুরে নিহত ১
নিহত দুইজনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৬ আগস্ট) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা গ্রামের শেখ মোশারেফ হোসেন (৭৩) ও মাফিজুর রহমান (৫৫)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে উভয় পক্ষ সংর্ঘষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়।’
তিনি বলেন, ‘আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারেফ হোসেন মারা গেছেন।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
৪ মাস আগে
বাগেরহাটে ধান রোপনের সময় বজ্রপাতে নিহত ১
বাগেরহাটের মোল্লাহাটে ধান রোপনের সময় বজ্রপাতে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডাখোলায় এই ঘটনা ঘটে।
নিহত ছালিম উল্লাহ (১৮) মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, ধান রোপন করার সময় বজ্রপাতে ছালিম উল্লাহ ঘটনাস্থলে নিহত হয়েছে। স্বজনরা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
২ বছর আগে
বাগেরহাটে বাসচাপায় গরু ব্যবসায়ী নিহত
বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই বাসটি জব্দ করতে পারলেও তার চালক ও সহকারি পালিয়ে গেছে।
নিহত বিরাজ মোল্লা (৩৫) উপজেলার নগরকান্দি গ্রামের মো. লুৎফর মোল্লার ছেলে। সে গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বিরাজ মোল্লা মোটরসাইকেল চালিয়ে লিংক রোড দিয়ে মহাসড়কে উঠছিল। এসময় খুলনাগামী যাত্রীবাহী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার ওপর থেকে লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। পরবর্তীতে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিরাজ মোল্লা গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেল যোগে মোল্লাহাট উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
পাবনা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
২ বছর আগে
বাগেরহাটে ৭ শতাধিক শালিক পাখি উদ্ধার, পালিয়ে গেছে শিকারি
বাগেরহাটের মোল্লাহাটে একটি গোয়াল ঘর থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করা হয়েছে। শিকারিরা বিভিন্ন খাল-বিল থেকে ওই পাখি শিকার করে গোয়াল ঘরে আটকে রেখেছিল। শনিবার গভীর রাতে মোল্লাহাট থানা পুলিশ পাখি উদ্ধার করতে রাজপাট গ্রামের কাকা মিয়ার বাড়িতে অভিযান চালায়। তবে পাখি শিকার ও বিক্রির সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার দুপুরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। পাখির ঝাঁক ফিরে গেছে আপন ঠিকানায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, রাজপাট গ্রামের কাকা মিয়ার বাড়িতে বিপুল সংখ্যক পাখি শিকার করে আটকে রাখা হয়েছে গোপন সূত্রে এমন-খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় একটি গোয়ালঘর থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করা হয়। জাল দিয়ে ওই সব পাখি আটকে রাখা ছিল। পাখি শিকারের কাজে ব্যবহৃত বেশকিছু জাল জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ওই বাড়ির সব লোকজন অন্যত্র পালিয়ে গেছে।ি
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
বাগেরহাটে বন বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা
বাগেরহাটে মঞ্চস্থ হলো গণহত্যা বিষয়ক নাটক ‘ডাকরা ও তারপর’
২ বছর আগে
প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার সিংগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেন। মামলার অপর আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার কাওসার চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে ইউপি সদস্য কাওসার চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলার অজ্ঞাত পরিচয়ের আরও চার থেকে পাঁচজনক আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর কাওসার চৌধুরীকে থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি তদন্তে অন্য কারো অপরাধ পেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল!
জানা গেছে, গ্রেপ্তার হওয়ার আগে শুক্রবার দুপুরে ইউপি সদস্য কাওসার চৌধুরী বিষয়টি মিমাংসা করার জন্য এলাকায় এক বৈঠকের আয়োজন করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাওসার চৌধুরী ওই গৃহবধূর হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে ক্ষমা চাওয়ার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, মোল্লাহাট উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়। এরপর ওই নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। নির্যাতনের সময় তারা গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ৯৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ।
এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। উপজেলা এবং থানা পুলিশ তৎপর হয়। মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।
আরও পড়ুন: বাগেরহাটে দম্পতির আত্নহত্যা!
আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
৩ বছর আগে
বাগেরহাটে দম্পতির আত্নহত্যা!
বাগেরহাটের মোল্লাহাটে এক দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার চর-গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই দম্পতির নাম জনি শেখ (২২) ও নাহিদা আক্তার (১৮)। জনি শেখ বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং নাহিদা আক্তার একই উপজেলার পাশ্ববর্তী সরালিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। জনি শেখ পেশায় একজন কৃষক।
নিহত জনি শেখের বড় ভাই রনি শেখ স্থানীয় সাংবাদিকদের জানান, জনি ও তার স্ত্রী একটি ঘরে বসবাস করতো। সকালে স্বজনরা ঘরে গিয়ে দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তারা দু’জন ঝুলছে। এসময় তাদের চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে নাহিদাকে তার ভাই বিয়ে করে বলে রনি জানায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ওই দম্পতি আত্নহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে কি কারণে ওই দম্পতি আত্নহত্যা করেছে তার কারণ জানতে পারেনি ওসি।
আরও পড়ুন: দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
টিভি দেখতে না করায় মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা!
প্রেমিকাকে দায়ী করে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা!
৩ বছর আগে
বাগেরহাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জেলার মোল্লাহাটে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মোল্লাহাটের শাসন পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মনির শেখ (২৬) জেলার মোল্লাহাট উপজেলার শাসন উত্তর পাড়া গ্রামের মজির শেখের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের ধানক্ষেত থেকে মনির শেখের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মৃতদেহ ধানক্ষেতে ফেলে যায়। হত্যাকারীদের ধরতে এবং হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেকটি লাশ
বান্দরবানে পাহাড়ি ঢলে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার, খোঁজ নেই মায়ের
৩ বছর আগে