নিখোঁজ থাকা ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, ‘তার বিষয়ে আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি, এর ক্লু আমরা খুঁজে বের করবো।’
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: আমি ন্যায় বিচার পাব: পরীমণি
আসাদুজ্জামান বলেন, ‘আবু ত্ব-হা গত ১০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ তার পরিবার করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
সাম্প্রতিক পরীমণি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘যেখানেই অপরাধ হোক, রিসোর্ট-বার যাই হোক, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও আইনের আওতায় আনা হবে।’
সংক্রমণ ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ আনসার ভিডিপি কোস্টগার্ড সবার উপর যে যে দায়িত্ব দেয়া হচ্ছে তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এর আগে ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মিজানুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলেন পরীমণি
প্রায় এক হাজার নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাস মেয়ার্দী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমানী কুচকাওয়াজে অংশ নেন। পরে মন্ত্রী কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন এবং কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে পরিদর্শন করেন।