দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের ঘরমুখী মানুষের বাড়ি ফেরা ভোগান্তি কমিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ে।
শুক্রবার সকাল থেকেই এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় মহাসড়ক কর্তৃপক্ষ প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।
ফরিদপুরের ভাঙ্গার টোল প্লাজার ইনর্চাজ মো. নাহিদুল ইসলাম জানান, ঈদের সময়ে যানজট এড়াতে মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) ২৪ ঘণ্টায় সচল রাখতে টোলপ্লাজায় তিন শিফটে কাজ করছে কর্মীরা। বর্তমানে ৮টি বুথ দিয়ে টোল গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার ভাঙ্গার টোল প্লাজায় গিয়ে দেখা যায়, কোন প্রকার ভোগান্তি ছাড়াই যানবাহনগুলো নিজ নিজ গন্তব্যে ছুটে চলছে।