ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
এর আগে গত ৮ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটিতে বন্দরের সকল ধরনের আমাদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন দুই দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরও জানান, ছুটি শেষে আবারও দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, টানা পাঁচদিন বন্ধ থাকার পর আবারও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রায় তিনশ’ থেকে সাড়ে তিনশ’ পণ্যবাহী ট্রাক এই বন্দরে প্রবেশ করে।
ভোমরা স্থলবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ সরকারের দুই কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয় বলে তিনি জানান।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু