বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল গফুর (৪০) ওই গ্রামের নেনকু মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌকানপুর বাজারে পাওনা এক হাজার টাকা না দেয়ার অভিযোগে গফুরকে মারধর করেন স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা জমির উদ্দীন। এ সময় মারধরের ভিডিও মোবাইলে ধারণ করেন ওই নেতা ।
গফুরের স্ত্রী রোজিনা বেগম বলেন, ‘সকালে পাশের গ্রামের পয়জার আলীর ছেলে যুবলীগ নেতা জমির উদ্দীন দুইবার টাকা চাইতে বাড়িতে আসেন। আমার স্বামীকে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। মোবাইল রিসিভ না হলে বাড়ি থেকে রেগে বেরিয়ে যান জমির উদ্দীন। এরপর স্থানীয় বাজারে দেখা হলে প্রকাশ্যে লোকজনের সামনে আমার স্বামীকে মারপিট করেন। অপমান সহ্য করতে না পেরে আমার স্বামী বাসায় আসার আগেই ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নেয়।’
প্রতিবেশী নাসিরুল ইসলাম বলেন, ‘আমরা গফুরকে বাঁচানোর জন্য প্রথমে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: কীভাবে ‘আত্মহত্যা’ করতে হয়, দেখাতে গিয়ে ফাঁস লেগে যুবকের মৃত্যু
রাজশাহীতে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
মৃত্যুর আগে গফুর একটি ভিডিওতে বলে গেছেন যে টাকার জন্য প্রকাশ্যে গালিগালাজ ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, গফুরের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।