সোমবার ভোরে ও রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বনভোজনে যেতে বাধা দেয়ায় আত্মহত্যা
মৃতরা হলেন- কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে ও পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কমর্রত মো. শোয়েব আহমেদ (২৮) এবং কাপ্তাই প্রজেক্ট এলাকার ফরহাদ হোসেন ছেলে মো. নাইমুর রহমান নয়ন (২২)।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর ‘আত্মহত্যা’
স্থানীয়রা জানায়, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সাথে কিভাবে ‘আত্মহত্যা’ করতে হয় এ নিয়ে গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের কিভাবে ‘আত্মহত্যা’ করতে হয় তা দেখাতে গিয়েই নয়নের গলায় ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাভারে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
এব্যাপারে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের যুবকও গলায় ফাঁস লেগে মারা যায়।
বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে প্রতি বছর যে সব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। কিশোর-কিশোরী আর যাদের বয়স ৩৫ বছরের নিচে তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘আত্মহত্যা’ কেন বাড়ছে
প্রায় ২৭ শতাংশ থেকে ৯০ শতাংশের বেশি সময় আত্মহত্যার সাথে মানসিক অসুখের সম্পর্ক থাকে। এছাড়া যারা আত্মহত্যা করেছিলেন তাদের প্রায় ২৫ থেকে ৪০ শতাংশ আগের বছর মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলোর সাথে যোগাযোগ করেছিল।