শনিবার দুপুর ১টার দিকে প্রদীপকে চট্টগ্রাম কারাগারে আনা হয় বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, দুপুরে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে পৌঁছান। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতে হাজির করতেই প্রদীপকে শনিবার চট্টগ্রামে আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
গত ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অপরাধের ঘটনাস্থল বিবেচনায় মামলাটি করা হয় দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ।
মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদক অভিযোগ এনেছে। আর ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগ আনা হয়েছে চুমকির বিরুদ্ধে। প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলে দুদকের অনুসন্ধান প্রতিবেদন এবং এজাহারে বলা হয়েছে।