কক্সবাজারের কুতুবদিয়ায় এফবি সাগর নামক একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে মাঝিসহ ১৪ জেলে ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
নিহত বিশ্বনাথ চন্দ্র দাশ হাতিয়া এলাকার বাসিন্দা।
বুধবার বিষয়টি নিশ্চিত করে ট্রলারের মাঝি হিরা আহমদ জানান, ট্রলারে কেবিনে আটকে পড়েন।
আরও পড়ুন: মেঘনা নদীতে সাড়ে ৩ হাজার বস্তা চিনিবোঝাই ট্রলার ডুবি
তিনি আরও জানান, সোমবার রাতে আলী আকবর ডেইল মৎস্য ঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকারের জন্য যায় ট্রলারটি।
মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়। এ সময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ। ট্রলার ডুবির সময় আশেপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে।
এ সময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বনাথের লাশ ভাসমান অবস্থায় সাগরে দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, একজনের লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে, ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে। ট্রলারের অন্য ১৩ জন মাঝিমাল্লা সুস্থ আছেন বলেও জানান তিনি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন একটি ট্রলার দুর্ঘটনায় একজন জেলের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিহত জেলে পরিবারকে ২০ হাজার টাকা প্রদান