নড়াইলের কালিয়া উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে শনিবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত বিমল রায় (৫০) উপজেলার পুরুলিয়া গ্রামের রাজ কুমার রায়ের ছেলে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি।
মৃতের পরিবার জানায়, বিমল রায়ের ছেলে পদ্যনাথ রায় সাতক্ষীরায় যমুনা ব্যাংকে চাকরি করেন। তিনি পনের দিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুরুলিয়ায় গ্রামের বাড়িতে আসেন এবং পরে সুস্থ হয়ে কর্মস্থলে চলে যায়। এরপর থেকে বিমল রায়ের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, করোনা পরীক্ষার জন্য বিমল রায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নড়াইলে দুই পুলিশ সদস্যসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮১ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
তিনি আরও জানান, জেলায় আট চিকিৎসকসহ ২৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন এবং দুজন মারা গেছেন।