বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চার জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৬ জন।
রবিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: করোনায় খুলনা জেলায় ১১ মৃত্যু
তিনি জানান, বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে সকলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলার ২৭৩ জন, পটুয়াখালীর ১০৬, ভোলার ১০২, পিরোজপুরের ৫৯, বরগুনার ১১৯ ও ঝালকাঠি জেলার ১০৭ জন রয়েছেন।
নতুনদের নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৯১১ জননে।
আরও পড়ুন: করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় আরও ১৯ মৃত্যু
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেড বিশিষ্ট করোনা ইউনিটে রবিবার পর্যন্ত ৩৩০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৩৬ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।