সুনামগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার জেলার ১১ উপজেলার মধ্যে নয়টি থেকে এ নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা সংগ্রহ করা উপজেলাগুলো হলো- সদর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর।
অবশিষ্ট ধর্মপাশা ও শাল্লা উপজেলা জেলা শহর থেকে বেশি দূরে হওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
জেলা সিভিল সার্জন ডা. শামছু উদ্দিন বলেন, ‘জেলায় করোনাভাইরাস আছে কি না তার নমুনা পরীক্ষা চলছে। আজ নয়টি উপজেলায় ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের নমুনা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে তারা আক্রান্ত কি না।’
তিনি জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।