এছাড়া সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণাও চালাচ্ছে।
মানিকগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূ্ত্রে জানা গেছে, মানিকগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর, জেলা হাসপাতাল গেইট, পৌরসভা কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রতি উপজেলা পরিষদ কার্যালয়সহ বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে ২১টি হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ করা হয়েছে। যাতে করে এসব স্থানে যে কেউ অনায়াসে হাত-মুখ পরিষ্কার করতে পারে। এছাড়া বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার, সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে, মানিকগঞ্জ পৌরসভায় প্রতিটি উপজেলায় ১০০ কেজি করে ব্লিচিং পাউডার এবং ২০০টি করে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
পৌরসভার সামনে হ্যান্ডওয়াশ বেসিন পরিদর্শন করেন পৌর মেয়া গাজী কামরুল হুদা সেলিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলী কাবুল উদ্দিন খান, ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপসহ অন্যান্যরা।
মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসী বলেন, করোনা মোকাবিলায় জনস্বাস্থ্য বিভাগ থেকে বার বার হাত ধোয়া, মাস্ক পরা, ঘরে থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে। জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হচ্ছে।