খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। এর আগে রবিবার বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২, যশোরে ১১, মেহেরপুরে পাঁচ, ঝিনাইদহে তিন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে দুই জন করে ও সাতক্ষীরায় একজন মারা গেছেন।
আরও পড়ুন: বাগেরহাটে করোনা ও উপসর্গে ৩ মৃত্যু
সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এনিয়ে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।
এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মারা গেছে। এর মধ্যে ১২ জন করোনায় মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে ১৬৩ জন করোনা ও উপসর্গে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন সাত জন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৪৩ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। আর ছাড়পত্র নিয়েছেন দুই জন। মারা গেছেন দুই জন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে করোনায় ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে ৬২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১৫ জন। মারা গেছেন একজন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত ৮৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৭ জন। আর মারা গেছেন তিন জন।