বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৯৮ জনের।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জুলাইয়ে খুলনা বিভাগে করোনায় ১৩১৮ মৃত্যু
এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮৭ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬২৭। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।
এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৯৪ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৯৪ জনের মধ্যে ৪০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৯ মৃত্যু
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৩১১ জন চিকিৎসাধীন।