লক্ষ্মীপুরে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটির সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
রবিবার দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এসময় এ জেলায় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহের আওতা বহির্ভূত থাকবে বলে এতে উল্লেখ করা হয়।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনিবার শনাক্ত হয়েছে এবং তাকে রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাকে ঢাকায় পাঠানো হয়েছে।