করোনা সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা জেলায় সপ্তাহব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে জেলায় পূর্বঘোষিত লকাডউন শুরু হয়। এর আগে বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটি সপ্তাহব্যাপী এই লকডাউনের সিদ্ধান্ত নেয়।
জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ৫৩ দশমিক ১৯ ভাগ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন শুরু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে দুজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি রয়েছে ১০৫ জন। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৩ জন।
সূত্র জানায়, সাতক্ষীরার সীমান্তবর্তী সাতক্ষীরা সদর, কলারোয়া ও কালিগঞ্জে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও করোনা সংক্রমণ দিন-দিন বেড়েই চলছে।
এদিকে চলমান লকডাউনে জরুরি পরিসেবা বাদে জেলায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। রিকশা, ভ্যান, নছিমন, করিমন, মোটরসাইকেলসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকার সিদ্ধান্ত হলেও সকাল থেকে জেলা শহরে স্বল্পপরিসরে যান চলাচল করছে।
আরও পড়ুন:এবার ৬ জুন পর্যন্ত বাড়ল লকডাউন
কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
আপরদিকে, ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানির সময়সীমা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। তবে বন্দরের দোকানপাট বন্ধ থাকবে।