দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৬ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো সরকার।
রবিবার সপ্তাহের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
এর আগে গত ২৩ মে নতুন দু’টি নির্দেশনা দিয়ে চলমান লকডাউন বা বিধিনিষেধ আরেকদফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছিল সরকার।
আরও পড়ুন: এবার ‘লকডাউন’ বাড়লো ৩০ মে পর্যন্ত
ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচল করতে পারবে।
এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁতে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা ও রেস্টুরেন্টে বসেই খাবার খাওয়া যাবে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ কোটি ৯৮ লাখ
চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবাও বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।