রবিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোনায়েম খান কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মৃত কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে।
পরিবার ও স্বজনরা জানান, ৩১ মে মোনায়েম খান ও সন্তান মোহাইমেনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।এরপর ১ জুন রাতে তাকে উখিয়া করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে করোনা ওয়ার্ডে এবং পরে আইসিইউতে চিকিৎসা সেবা দেয়া হয়। রবিবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।
মোনায়েম খান ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি সানের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক কালের কণ্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার বেতার কেন্দ্রে বার্তা সম্পাদক এবং কক্সবাজার থেকে দৈনিক কক্সবাজার, দৈনিক দৈনন্দিন ও ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেন।
এদিকে, মোনায়েম খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের সাংবাদিক মহলে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।