ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনা আক্রান্ত হয়ে এক বীর মুক্তিযোদ্ধার (৭২) মৃত্যু হয়েছে। তিনি হরিপুরের দেহট্ট গ্রামের বাসিন্দা।
রবিবার সকালে তিনি মারা যান। শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
রবিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, জেলায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ডিসি অফিসের ড্রাইভার, একজন পুলিশের এএসআই, দুজন ব্যাংক কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী উপজেলা হেলথ কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রয়েছেন।
এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫৬ জনে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রবিবার পর্যন্ত সদরে ৩৩১ জন, হরিপুরে ৭১ জন, পীরগঞ্জে ৬০ জন, রাণীশংকৈলে ৭৬ জন ও বালিয়াডাঙ্গীতে মোট ১১৮ জনের করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ১১ জন।