মৃত মো. আব্দুল আজিজ (৫৫) উপজেলার মাসকাটা গ্রামের বাসিন্দা ও মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ নিয়ে বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, গত ১৯ জুলাই নমুনা পরীক্ষায় আব্দুল আজিজের করোনা শনাক্ত হয়। এরপর তিনি খুলনায় চিকিৎসাধীন ছিলেন। পরে বাড়িতে আসার পর আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
এ প্রধান শিক্ষকের সংস্পর্শে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
এদিকে, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, শুক্রবার নতুন করে জেলায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো ৫১৫ জন। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে ও ৩০১ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই নিজ বাড়িতে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।