কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কচুয়া গ্ৰামের শাজাহান মিয়া (৩৫) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের কাগজি গ্ৰামের নাসির মিয়া (৩০)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যুর অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শাহজাহান ও নাসির মিয়া বাঙ্গালপাড়ার দিক থেকে একটি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের আটক করে। পরে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে তাদের বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মহিষসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে, ঘটনাস্থলে দুই যুবক মারা যায়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত