কুমিল্লায় করোনাজয়ী ১০ পুলিশ সদস্য কাজে যোগদান করছেন।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
তিনি জানান, নতুন উদ্যোমে করোনা প্রতিরোধে জনগণের জন্য কাজ করতে কর্মস্থলে ফিরে যাচ্ছেন করোনাজয়ী পুলিশ সদস্যরা। তাই কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে স্বাগত জানানো এবং কর্মরত অন্যান্য সদস্যদের মনোবল বৃদ্ধিতে এ আয়োজন করা হয়েছে।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, দায়িত্বপালন করতে গিয়ে এ জেলায় ২৮ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হন। এর মধ্যে ২ জন পরিদর্শক (ইন্সপেক্টর), ৩ উপপরিদর্শক (এসআই), ৫ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ও ১৮ জন পুলিশ কনস্টেবল রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। এসব ফ্রন্টলাইনার যোদ্ধাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।