মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃতদের প্রত্যেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে দুজন নারী ও ৮ জন পুরুষ।
করোনা শনাক্ত হওয়া মৃত তিন জন হলেন- জয়নাল আবেদিন, বিল্লাল হোসেন এবং অধ্যক্ষ্য আলকাছুর রহমান।
জ্বর ও শ্বাসকষ্টে যারা মারা গেছেন, তারা হলেন- বেলায়েত হোসেন, জাহানারা বেগম, অর্চনা, গিয়াস উদ্দিন, কামাল হোসেন, আবুল বাশার ও ইসহাক মজুমদার।।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার এক দিনে অর্ধশতাধিক মৃত্যুর দেখা পেল বাংলাদেশ। সেই সাথে নতুন আক্রান্তের সংখ্যাতেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।
নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। আর মোট মারা গেছেন ১ হাজার ২৬২ জন।
করোনায় নতুন যে ৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।