কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার গোদ লাইন গ্রামের কলিম উল্লাহর ছেলে এবং আহত পুষুন একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান আহমদ বলেন, কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে ক্যান্টনমেন্টগামী ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শাকিল ও পুষুন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে শাকিল ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া আহত পুষুনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩
এসআই জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে আনা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে এবং থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।