কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া ট্রাকচাপায় ১১ বছর বয়সী এক মাদরাসা শিশু নিহত হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া বেপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক পলাতক।
নিহত শিশু রবিন ভূইয়া গোহারুয়া গ্রামের জামাল ভূইয়ার ছেলে। রবিন মানিকমুড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রবিন মাদরাসা থেকে এসে তার বাবার কাছে যাচ্ছিল। তার বাবা স্থানীয় মান্দ্রা বাজারের একটি বেসরকারি ব্যাংকের উপশাখার সিকিউরিটি গার্ড। এ সময় গোহারুয়া বেপারী বাড়ির সামনে এলে বেপরোয়া গতির বালিবাহী একটি ট্রাকচাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করা শর্তে বলেন, মানিকমুড়া-মান্দ্রা সড়কটি এক লেনের। কিন্তু আশপাশের কৃষি জমি থেকে মাটি কেটে পাশের ইটভাটাগুলোতে নেওয়া হয়। বালি উত্তলন করেও এই সড়ক ব্যবহার করা হয়। বেশি মাটি ও বালি পারাপারের জন্য চালকরা বেপরোয়াভাবে এই সড়কে ট্রাক চালায়। এতে করে দুর্ঘটনাও ঘটে। কিন্তু সব দুর্ঘটনার খবর মানুষ পায় না। প্রভাবশালী মহল টাকা দিয়ে ধামাচাপা দেয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, মর্মান্তিক দুর্ঘটনাটির বিষয়ে শুনেছি। ওই এলাকা থেকে আগে তেমন কোনো অভিযোগ আসেনি। তবে আমরা অভিযোগের অপেক্ষায় থাকি। উপজেলাজুড়ে অভিযান চালাই। অবৈধভাবে মাটি কাটে বেপরোয়া গতির বাহনের বিরুদ্ধে আমরা ওই এলাকায় শিগগিরই অভিযান চালাব।
আরও পড়ুন: নাটোরে গাছের ডাল মাথায় পড়ে শিশুর মৃত্যু