আরও পড়ুন: কুমিল্লায় মালবাহী ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১
নিহতরা হলেন ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম।
কুমিল্লা রেলস্টেশনের মাস্টার সফিকুর রহমান জানান, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনের ওপরে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের
ট্রেনটি অটোরিকশাটিকে প্রায় তিনশ গজ দূরে নিয়ে যায়। এতে এটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই নারীসহ চার যাত্রী গুরুতর আহত হন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর ফরিদ মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী পেয়ারাও মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সফিকুর রহমান আরও জানান, দুর্ঘটনায় রেল ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে গেলে স্টেশনে এনে মেরামত করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২