মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে ক্যাম্পেইন করেছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন।
একই সাথে বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক ও কর্মচারীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চালানো এবং যাত্রী পরিবহন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া চাঁদাবাজি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের যে কোনো ধরনের অভিযোগ সরাসরি নিকটস্থ হাইওয়ে পুলিশের থানা বা ফোনে জানানোর জন্য আহ্বান জানান তারা।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সাথে কেন্দ্রীয়ভাবে সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। বিশেষ করে করোনাকালীন সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে যে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া