করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশের প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানসমূহ ও শিক্ষক কর্মচারীদের বাঁচাতে আর্থিক প্রনোদনাসহ কুমিল্লায় ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ এসোসিয়েশন।
শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউজ সড়কে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান। দাবিগুলো হচ্ছে- বিশেষ আর্থিক প্রনোদনা (শিক্ষক ও প্রতিষ্ঠান), সহজ শর্তে ব্যাংক লোন, শিক্ষকদের ফ্রি ইন্টারনেট সেবা, স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়া, জেএসসি-এসএসসি ও এইচএসসি নিজ নামে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষাখাতে শিক্ষা উদ্যোক্তা ঘোষণা করা। এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোসলেহ উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া সংগঠনের অন্যান্য নেতা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।