দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে ও ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছেন স্থানীয় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর স্বৈরাচারমুক্ত পরিবেশে স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি তারা। দীর্ঘ দিনের হামলা-মামলার কষাঘাতে জর্জরিত নেতা-কর্মীরা বলছেন, ১৭ বছর যে অত্যাচার-নির্যাতন আওয়ামী লীগ করেছে, তা যেন ভবিষ্যতে আর ফিরে না আসে।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। তার কয়েকটি ঈদ কেটেছে কারাগারে। তার অপরাধ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকা।
হৃদয় হাসান বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা-মামলার কারণে দীর্ঘদিন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি। আওয়ামী সরকার পতনের পর এ বছর পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্টের ভূমিকায় এদেশে আর ফিরে আসতে না পারে।
আরও পড়ুন: ঈদের একাল-সেকাল: প্রজন্মের ধারাবাহিকতায় ত্রিমাত্রিক উদযাপন ঢাকায়