কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) দাদামোড়, ঘোষপাড়া, পৌরবাজার, কলেজমোড়সহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজারো মানুষের ঢল
পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চলমান না থাকায় শিক্ষার্থীরা কোমর বেঁধে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।
অটোচালক খয়বর বলেন, ‘বাচ্চাগুলো গরমের মধ্যে খুব কষ্ট করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। দেখে ভালো লাগছে।’
অটোযাত্রী নাজমা বলেন, ‘আমাদের সন্তানদের জন্য গর্ব হচ্ছে। তারা ঘরে ঠিকমতো কাজ করে কি না জানি না। কিন্তু রাষ্ট্র সংস্কার ও শহর পরিচ্ছন্নতায় তারা অনন্য অবদান রাখছে।’
সড়কে দায়িত্ব পালন করা ও পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী নাহিদ, মিলন, রিয়া, রুহি ও রাকিব জানায়, তারা পরিচ্ছন্নতার কাজ করছেন। পাশাপাশি সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরও সচেতন করছেন।’
এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত