কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
এসব নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।
মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১১ সেন্টিমিটার, ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। বিভিন্ন উঁচু স্থান ও রাস্তায় আশ্রয় নেয়া মানুষেরা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে।
তবে খাদ্য সংকট নিয়ে বিপাকে রয়েছে জেলার ৫৬টি ইউনিয়নের সাড়ে তিন লাখ বানভাসি মানুষ।
এদিকে রাজিবপুর ও চিলমারী উপজেলার বন্যা কবলিত দুর্গম চরাঞ্চল পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।