মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আব্দুল্লাহ। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন মারফত মিয়া ও আব্দুল ওয়াহাব।
মামলার বিবরণে জানা যায়, মাছ ধরা নিয়ে ২০১০ সালের ৩০ অক্টোবর সকালে আশিদ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার সাথে পার্শ্ববর্তী পশ্চিম জাওয়ার শান্তিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলের ঝগড়া হয়। এ সময় আশিদ মিয়া বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
ঘটনার জের ধরে দুপুরে আসামিরা বিড়িজাওয়ার খাগাটিয়া এলাকায় আশিদ মিয়াকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পর দিন নিহতের ভাই মো. আনিছ মিয়া বাদী হয়ে পাঁচ আসামির নাম উল্লেখ করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের ৩১ মার্চ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন।