ঢাকার কেরানীগঞ্জে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকালে কেরানীগঞ্জে খোলামুড়া এলাকা থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়।
জানা যায়, বুধবার খোলামুড়া এলাকা থেকে অপহরণের পর ভুক্তভোগী স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নিয়ে আটকে রাখে অভিযুক্ত রাব্বি।
আরও পড়ুন: কেরানীগঞ্জ গ্যাস পাইপ বিস্ফোরণে যুবক দগ্ধ
এ ব্যাপার অপহৃত স্কুলছাত্রীর মা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিলে উপপরিদর্শক আফজালুল হক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে গত বৃহস্পতিবার রাত দেড় টায় তদন্তকারী কর্মকর্তা শেখ আবজালুল হকের নেতৃত্বে রাজধানীর শ্যামপুর থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, তারা ভুক্তভোগীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী রাব্বিকে আটক করে।
ওসি আরও জানান, এ ব্যাপার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি রাব্বিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার