জেলা স্বাস্থ্য বিভাগ সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠিয়েছে।
স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, শুক্রবার পর্যন্ত জেলায় ১০ জনের নমুনা সংগ্রহ করে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কোনো নমুনার ফলাফল আসেনি।
তিনি জানান, ঝিনাইগাতী উপজেলা প্রণিসম্পদ বিভাগের এক কর্মকর্তা সর্দি-জ্বর, কাশি-গলাব্যথায় আক্রান্ত হলে বুধবার রাতে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাছাড়া বৃহস্পতিবার সকালে সর্দি-কাশি ও ঠান্ডা নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার যোগিনীমুড়া কান্দাপাড়া গ্রামের এক কৃষক। পরে করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে তাকে বিশেষভাবে পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের এক যুবক বাড়িতেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। এ খবর পেয়ে তারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নকলা উপজেলার ধনাকুশা এলাকার কবরস্থান সংলগ্ন একটি বাড়ির মা-ছেলের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বাড়ির অন্যান্য লোকজনকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, যোগ করেন তিনি।