মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী।
শনিবার রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: দেড় বছর পর হলে ফিরলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
এ বিষয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, ‘সিনথিয়ার এমন মৃত্যু হৃদয়কে দারুণভাবে ব্যথিত করেছে। এভাবে একটি হাসিমুখ চলে যাবে তা আমাদের কারও কাছেই কাম্য নয়। আমরা সকলেই প্রার্থনা করবো পরপারে যেনো তিনি ভালো থাকে। একই সাথে তার চিকিৎসার সাহায্যে যেভাবে যারা হাত বাড়িয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন ইতিহাস তৈরি হল: শাবিপ্রবি উপাচার্য
চলতি বছর আগস্ট মাসে সিনথিয়ার শরীরে ক্যান্সার ধরা পড়ে। মরণব্যাধি এই কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়া সিনথিয়ার চিকিৎসার জন্য শাবিপ্রবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়ে ছিলেন। আর্থিক সাহায্যের জন্য নিজ বিভাগ, অ্যালামনাই, বর্তমান, সাবেক, দেশ ও দেশের বাইরের সকল শিক্ষার্থীদের তৎপরতা ছিল। এছাড়াও শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সার্বিকভাবে সিনথিয়া চিকিৎসায় খোঁজ-খবরসহ অন্যান্য বিষয়ে এগিয়ে এসেছেন।